ইসলামী ব্যাংকের জার্নাল এডিটোরিয়াল বোর্ডের সভা

321

স্টাফ রিপোর্ট- ২৬ জুলাই ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি): ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ‘জার্নাল অব ইসলামিক ইকোনোমিক্স, ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স’ এডিটোরিয়াল বোর্ডের সভা ২৬ জুলাই ২০১৭, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস এর চেয়ারম্যান আরাস্তু খান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জার্নালের এডিটর ইন চিফ প্রফেসর ড. এম কবির হাসান এর সভাপতিত্বে সভায় এডিটোরিয়াল বোর্ডের সদস্য ও ব্যাংকের ডাইরেক্টর ড. মোঃ জিল্লুর রহমান, প্রফেসর হেলাল আহমেদ চৌধুরী ও প্রফেসর ড. মোঃ নাজুমুল হাসান, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা, বিআইবিএম এর রিসার্চ, ডেভেলপমেন্ট ও কনসালটেন্সির ডাইরেক্টর প্রফেসর ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মানজুরে ইলাহী, বাংলাদেশ ব্যাংকের রিসার্চ ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার আব্দুল আওয়াল সরকার, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমির ডাইরেক্টর জেনারেল ড. মাহমুদ আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ উইংপ্রধান জাফর আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আইবিটিআরএ’র রিসার্চ ডাইরেক্টর ড. মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং এর উপর প্রকাশিত এ জার্নাল ব্যাংকের একটি ত্রৈমাসিক প্রকাশনা।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।