কাপ্তাই ইউএনও রাসেলের বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা

388

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
বিদায় সংবর্ধনায় কাপ্তাইবাসীর ভালবাসায় সিক্ত হলেন কাপ্তাই উপজেলার বিদায়ী ইউএনও আশ্রাফ আহমেদ রাসেল। তিনি ব্রাক্ষনবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৯ তম ব্যাচের এই চৌকস কর্মকর্তা কাপ্তাইয়ের ইউএনও হিসেবে যোগদান করেন ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর। তিনি দায়িত্ব গ্রহনের পর থেকেই তাঁর বিভিন্ন গুনাবলির মধ্যে দিয়ে খুব অল্প সময়ে কাপ্তাইবাসীর মন জয় করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) কাপ্তাই উপজেলার বিদায়ী ইউএনও আশ্রাফ আহমেদ রাসেল এবং কাপ্তাই উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী মিসেস আফরোজা আক্তার রেখাকে কাপ্তাই সমন্বিত বিদায় সংবর্ধনা কমিটির পক্ষ হতে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই উপজেলা চেয়্যারম্যান মো. মফিজুল হকের সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্ত এবং আবৃত্তি কর্মী নূর মোহাম্মদ বাবুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা সদস্য সান্তনা চাকমা, অনুষ্ঠানের আহবায়ক উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দীন, কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, কাপ্তাই উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, মহিলা ভাইস চেয়্যারম্যান উমেচিং মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়্যারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়্যারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এর পরিচালক ডা. প্রবীর খিয়াং, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোজাম্মেল হক, কাপ্তাই ক্রীড়া সংস্থার সভাপতি বিদর্শন বড়ুয়া, কাপ্তাই স্কাউট সাধারন সম্পাদক মাহাবুব হাসান বাবু, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ, সাধারণ সম্পাদক আলী রেজা লিমন, কাপ্তাই জাতীয় উদ্যান এর সভাপতি মাকসুদুর রহমান বাবুল, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কান্তি ভট্রাচার্য, জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য্য। সংবর্ধনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।

বিদায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের প্রশংসনীয় ভূমিকার কথা তুলে ধরে বক্তারা বলেন, তিনি খুব অল্প সময়ে কাপ্তাইের মানুষের কল্যানে যেই ভূমিকা পালন করেছেন তা আজীবন কাপ্তাইবাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।

বিদায়ী ইউএনও আশ্রাফ আহমেদ রাসেল তাঁর বক্তব্যে আবেগাপ্লুত হয়ে বলেন, তিনি কাপ্তাইয়ে যোগদানের পর থেকেই কাপ্তাইবাসী তাঁকে যেভাবে সহযোগিতা করেছে তা তিনি আজীবন মনে রাখবেন। তিনি আরও বলেন, কাপ্তাইের মানুষের সুখে দুঃখে তিনি সবসময় পাশে থাকার চেস্টা করেছেন, কাপ্তাইের মানুষের কল্যানে কাজ করার চেস্টা করেছেন এবং এতো অল্প সময়ে কাপ্তাইবাসী তাঁকে যেভাবে আপন করে নিয়েছে তা তিনি আজীবন মনে রাখবেন। এর আগে সর্বস্বরের জনগনের পক্ষ হতে বিদায়ী দুই অতিথিকে সম্মাননা প্রদান করা হয়।