রাঙামাটিতে মহান বিজয় দিবস উদযাপন

588

॥  স্টাফ রিপোর্টার॥

রাঙামাটিতে নানা কর্মসূচি ও বর্ণালী আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে স্কুলের শিক্ষার্থীদের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারী সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।

পরে কুচকাওয়াচ ও শরীর চর্চা প্রদর্শনকারী শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন পুরুষ্কার প্রদান করেন অতিথিরা।

এদিকে বৃহস্পতিবার রাত ১২.০১ মিনেটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।

শুরুতেই নারী সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ,রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান,শহীদদের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এছাড়াও স্মৃতিসৌধে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাঙামাটি প্রেসক্লাব, জার্নালিস্ট এসাসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।