অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলো পুলিশ হাসপাতাল সমাজ কমিটি

571

॥ স্টাফ রিপোর্টার ॥
রিজার্ভমূখ চেয়ারম্যান পাড়ার এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবাসমূহের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে পুলিশ হাসপাতাল সমাজ কমিটি।

শনিবার বিকেলে রিজার্ভমূখের ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবারের মাঝে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ হাসপাতাল সমাজ কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, যুগ্ম-সম্পাদক এস এম লোকমান, অর্থ সম্পাদক তাপস, ত্রাণ সম্পাদক রনি, দপ্তর সম্পাদক তামিম, সদস্য শফিউল আজম প্রমূখ।

উক্ত ত্রাণ সামগ্রী বিতরণের সময় পুলিশ হাসপাতাল সমাজ কমিটির নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদেরকে সাহস না হারিয়ে এই অপূরণীয় ক্ষতি সাহসিকতার সহিত মোকাবেলা করার আহ্বান জানান।

এদিকে পুলিশ হাসপাতাল সমাজ কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস আগামীতেও পুলিশ হাসপাতাল সমাজ কমিটি ক্ষতিগ্রস্থদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।