অগ্নিক্ষতিগ্রস্তদের পাশে একতা শ্রমিক সমিতি

94

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মহসিন কলোনিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের পাশে দাঁড়িয়েছে একতা শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড। মঙ্গলবার বিকেলে সমিতিটির পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় নিউ রাঙামাটি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আনোয়ার মিয়া বানু, পৌরসভার প্যানেল মেয়র, ১নং ওয়ার্ড কাউন্সিলর ও সমিতির আহ্বায়ক মো. হেলাল উদ্দীন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন, সমিতির আহ্বায়ক কমিটির সদস্য বিমল বড়–য়া, রফিকুল ইসলাম, সদস্য মো. মুজিবুর রহমান, মো. রফিক, মো. আবুল, মো. বাবুল, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. আবুল হাসেম, মো. আবু মুছা, হিলফুল ফুজুল তরুণ সংঘের সভাপতি শফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। বিতরণের আগে তারা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের খোজ-খবর নেন।