॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরের বাণিজ্যিক এলাকা বনরূপায় মোবাইল ব্র্যান্ড অপপো ও রিয়েলমি‘র শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় রাঙামাটি শহরের বাণিজ্যিক এলাকা বনরূপা আলিফ মার্কেটের ১ম তলায় ফিতা ও কেক কেটে এ শো-রুমের উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রনালয় সম্প্রকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী সোলায়মান চৌধুরী, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিদুজ্জামাল মহসিন রোমান, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ সভাপতি মো. আবু সৈয়দ, মোবাইল ব্র্যান্ড অপো’র ন্যাশনাল ম্যানেজার সালাউদ্দিন কাদের, কাঠ ব্যবসায়ী সমিতি, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ, ফার্ণিচার সমিতি’র নেতৃবৃন্দ।