॥ স্টাফ রিপোর্টার ॥
ব্যাপকভিত্তিক এক জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃমিনাশক বড়ি সেবন কর্মসূচী। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতাধীন পাড়াকেন্দ্রসমূহে একই সময়ে শিশু, কিশোর ও নারী-পুরুষকে কর্মসূচীর আওতায় কৃমিনাশক বড়ি প্রদান করা হবে।
প্রকল্প কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কৃমির কারণে এ অঞ্চলের জনগোষ্ঠির এক ব্যাপক অংশ অপুষ্টির শিকার। বিশেষত শিশু ও কিশোর-কিশোরীরা চক্রাকার অপুষ্টির আবর্তে থাকায় তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, রক্তশূণ্যতা এবং মেধাশূণ্যতার আশংকা বিদ্যমান। সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে উক্ত কর্মসূচী গৃহীত হয়েছে। এর আওতায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ও বান্দরবানে দশ লক্ষাধিক জনগোষ্টীকে কৃমিনাশক সেবন করানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগীতায় কর্মসূচীটি বাস্তবায়িত হচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি ভার্চুয়াল প্ল্যাটফর্মে কর্মসূচীর উদ্বোধন করবেন এবং পার্বত্য জেলা পরিষদসমূহের চেয়ারম্যানবৃন্দ ও মুখ্য নির্বাহী কর্মকর্তাগণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের লাইন ডিরেক্টর, সিভিল সার্জনগণ, ইউনিসেফের চট্টগ্রাম ডিভিশনের ফিল্ড অফিস চীফ বিশেষ অতিথি হিসাবে সংযুক্ত থাকবেন।