॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
দীর্ঘদিন যাবৎ অভিযান পরিচালনা করার পর অবশেষে নানিয়ারচর থেকে উদ্ধার হলো অপহৃত সেই সিএনজি। নানিয়ারচর উপজেলাধীন ক্যাঙ্গালছড়ি ১৯ মাইল নামক স্থানে রবিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় বাংলাদেশ সেনাবাহিনীর একদল চৌকশ সেনা সদস্য অভিযান পরিচালনা করে সিএনজিটি উদ্ধার করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি রিজিয়নের মেজর মঈন উদ্দিনের নেতৃত্বে একদল চৌকশ সেনা সদস্য অভিযান পরিচালনা করে (রাঙামাটি থ- ১১০১০৮) সিএনজিটি উদ্ধার করে।
সূত্রটি আরো জানায়, উদ্ধারকৃত সিএনজিটি চালককে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে রাঙামাটি ক্যাঙ্গালছড়ি ক্যাম্প হতে রাঙামাটি সেনা জোনে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর সিএনজিসহ চালক মোঃ আবুল কালামকে একদল সন্ত্রাসী অপহরণ করে। এসময় টাকা পয়সা রেখে চালককে ছেড়ে দিলেও কেড়ে নেয় তার একমাত্র সম্বল সিএনজিটি।