অবশেষে রাঙামাটি সরকারি কলেজের শ্রেণী কার্যক্রম চালু

446

 

p....4

মঈন উদ্দীন বাপ্পী , ৩০ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : দীর্ঘ তিনমাস বন্ধ থাকার পর রাঙামাটি সরকারি কলেজের শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। খোলার প্রথম দিনে শনিবার সকালে কলেজে যথাসময়ে শ্রেণী কার্যক্রম শুরু হয়; তবে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। কিছু ক্ষেত্রে চাপ থাকলেও  কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম শুরু করা হয়। ক্লাশ শুরুর প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন কলেজ কর্তৃপক্ষের।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজ আহমদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের লেখা-পড়ার কথা ভেবে এবং লেখা-পড়ায় যাতে আর ক্ষতি সাধন না হয় সেজন্য শ্রেণী কার্যক্রম শুরু করতে বাধ্য হয়েছি। এর আগেবেশ কয়েকবার ছাত্রনেতাদের সাথে বৈঠক করে স্থানীয় প্রশাসন। আলোচনা ফলপ্রসু না হওয়ায় কলেজ শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সাথে আলোচনা করে শ্রেণী কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়। উলে¬খ্য গত ১৭ অক্টোবর দু’টি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের জের ধরে দীর্ঘ তিন মাস শ্রেণী কার্যক্রম বন্ধ ছিলো।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান