অবৈধ অস্ত্র দিয়ে পাহাড়ে শান্তি আসবে না আগে অস্ত্র ত্যাগ করুন পরে শান্তির কথা বলুন: দীপংকর তালুকদার এমপি

214

॥ মঈন উদ্দীন বাপ্পী ॥

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, ‘অবৈধ অস্ত্র দিয়ে পাহাড়ে আসবে না। আগে অস্ত্র ত্যাগ করুন, এরপর শান্তির কথা বলুন, অস্ত্র না থাকলে আপনা আপনি শান্তি চলে আসবে। শুক্রবার (০২ডিসেম্বর) বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মিলনায়তনে জেলা পরিষদের আয়োজনে পার্বত্য শান্তিচুক্তি’র ২৫তম সুবর্ণজন্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা বলেন, আমাদের নেতাদের হত্যা করছেন; পাহাড়ে অরাজকতা করছেন, আবার শান্তির কথা বলেন। আওয়ামী লীগ সরকারচুক্তি বাস্তবায়নে আন্তরিক বলেই চুক্তির বেশিরভাগ ধারা বাস্তবায়ন হয়ে গেছে। বাকী ধারাগুলোও বাস্তবায়ন যাবে, কারণ এটা একটা চলমান প্রক্রিয়া, কিন্তু অশান্তি সৃষ্টি করে শান্তির আশা করা বোকামি।

এমপি আরও বলেন-পাহাড়ে আজ উন্নয়নের জোয়ার বইছে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক সবগুলো স্থানে উন্নয়ন হয়েছে। আ’লীগ ইতিহাস সৃষ্টি করে। এই উন্নয়ন ইতিহাসে ঠাঁই হয়ে থাকবে।

এর আগে দিবসটি উপলক্ষ্যে শহরের কলেজগেইট এলাকা থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে এসে মিলিত হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাঙামাটি রিজয়নের রিজয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি, রাঙামাটি বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল তরিকুল ইসলাম, পিএসসি, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, পুলিশ সুপার মীর আবু তৌহিদ এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর