অব্যাহত নির্বাচনী প্রচারণায় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মামুন

390

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি পৌরসভা নিরর্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. তৌহিদুল আলম (মামুন) তার নির্বাচনী প্রতীক পাঞ্জাবির প্রচারণায় ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন।

সোমবার তিনি বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের নিয়ে নারিকেল ফার্ম, অনুকূল ঠাকুরের আশ্রম, রাম ঠাকুরের আশ্রম এলাকায় প্রচার-প্রচারণা চালান।

মঙ্গলবার তিনি লেমুছড়ি ও তালতলা পাহাড় এলাকায় প্রচারণা চালান। প্রচারণার ফাঁকে তিনি হাসপাতালে ভর্তি এক রোগেিক দেখতে যান। বুধবার তিনি রইসা টিলা ও আশপাশের এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন। এসময় মামুন বলেন, আমি অতীতেও জনগণের পাশে ছিলাম, এখনও আছি, নির্বাচিত হলেও থাকব না হলেও থাকব। এটাই আমার প্রতিশ্রুতি