অসহায় ও দীনমজুরের মাঝে আ’লীগের ইফতার বিতরণ

101

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির দুইশতাধিক অসহায়, প্রতিবন্ধী ও দিনমজুরের মাঝে ইফতার বিতরণ করেছে জেলা আওয়ামীলীগ। রেবাবার বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন- রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাইদুল, সদস্য- আশিষ দাশ গুপ্ত, উদয়ন বড়–য়া, আশীষ কুমার চাকমা নব, উসাং মং, ওয়াশিংটন চাকমা, তৈয়ব হোসেন মামুন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনছুর আহম্মেদ, সদর থানা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সদর থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনান দেওয়ান সহ জেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।