অসহায় ১৫ পরিবারকে ঈদ উপহার দিলো দুই বন্ধু

699

॥ ইকবাল হোসেন ॥
করোনা দূর্যোগের ফলে কর্মহীন অসহায় এবং দুস্ত মানুষের কথা চিন্তা করে বিশাল মল্লিক (২০) তার জমানো টাকা ভেঙে এবং আরিফুর রহমান (২০) তার ঈদের কাপড় না কিনে। অসহায় ১৫ পরিবারের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপহার সরূপ খাদ্য সামগ্রী বিতরন করেছেন।

বুধবার সকাল থেকে তারা রাঙামাটি পৌর এলাকার তালিকাভুক্ত ১৫টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে উক্ত উপহার পৌঁছে দিয়েছেন।

তারা প্রতিটি পরিবারকে (সেমাই, নুডলস, চিনি, দুধ, ডিম, পিয়াজ ও মটর) উপহার হিসেবে দিয়েছেন।

বিভিন্ন এলাকায় এই উপহার সামগ্রী পৌঁছে দিতে সহযোগিতা করেছেন তাদেরই বন্ধু উজ্জ্বল মল্লিক ও ইসমাইল হোসেন।

বিষয়ে বিশাল মল্লিক বলেন, করোনা সংকট কালে অসহায় পরিবারগুলোর মাঝে একটু হাসি ফোটানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি।

আরিফুর রহমান জানান, স্বল্প পরিসরে আমদের যতটুক যতটুকু সামর্থ্য ছিল তা দিয়েই সাহায্য করার চেষ্টা করেছি। এছাড়াও তারা সমাজের বিত্তবান মানুষদের এই করোনা দূর্যোগে অসহায় হয়ে পড়া মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানান।