॥ ইকবাল হোসেন ॥
রাঙামাটি পার্বত্য জেলায় করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পড়া ৭০ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে প্রতিভা স্পোর্টিং ক্লাব ও রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটি।
সোমবার সকাল ১০টায় কাঁঠালতলীস্থ প্রতিভা স্পোটিং ক্লাবের কার্যালয় প্রাঙ্গণে উক্ত ত্রাণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জমাল উদ্দীন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু তৈয়ব, প্রতিভা স্পোর্টিং ক্লাবের সভাপতি বশির মৃধা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি জসিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক রো. পিপি আমিনুল ইসলাম রাতুল, অর্থ সম্পাদক ইয়াসিন মিশু, প্রচার সম্পাদক সাহেদুল ইসলাম সহ রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, রোটার্যক্ট ক্লাব অব রাঙামাটির সভাপতি অলি আহাদ, পিপি আবু বকর, সভাপতি (ইলেক্ট) রো. কাউসার চৌধুরী রিপন, সহ-সভাপতি রো. ওমর ফারুক সুজন, আইপিপি রো. মো. ইসহাক, ক্লাব সচিব রো. মনি, সাধারণ সম্পাদক (ইলেক্ট) রো. আলী, প্রতিভা স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক আইমান, ক্রিকেটার সৌরভ মজুমদার প্রমূখ।
এসময় প্যানেল মেয়র জামাল উদ্দীন, করোনা দূর্যোগের সময় কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিভা স্পোর্টিং ক্লাব ও রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির নেতৃবৃন্দকে সাধুবাদ জানান এবং আগামীতেও ক্লাব সমূহের সকল কার্যক্রমে পাশে থাকবেন বলে আশ্বাস দেন।