অস্বাস্থ্যকর পরিবেশ : রাঙামাটির তিন হোটেলে আর্থিক জরিমানা

472

p.....5

স্টাফ রিপোর্টার, ১০ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : পর্যটন মওসুমেও রাঙামাটি শহরের বেশ কিছু খাবার হোটেল নোংরা পরিবেশে নি¤œমানের খাদ্য পরিবেশন করে আসছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়িরা। শহরটিতে বর্তমানে প্রতিদিন হাজারো পর্যটকের আগমন ঘটছে। অতি মুনাফালোভী কিছু অসাধু হোটেল ব্যবসায়ি নোংরা পরিবেশে কেমিক্যাল মিশ্রিত খাবার খেতে বাধ্য করে পর্যটকসহ স্থানীয়দের। এ বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসনের কাছে অনেক অভিযোগ জমা পড়েছে। এই প্রেক্ষাপটে শহরের খাবার হোটেলগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয় রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় সোমবার শহরের রিজার্ভ বাজার এলাকার বেশ কয়েকটি খাবার হোটেলে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগম ও মাহবুবুর রহমান। অভিযানের সময় হোটেলগুলোর রান্নাঘর পরিদর্শন করেন সেখানে অত্যন্ত নোংরা পরিবেশে রান্না করা খাবার রাখাসহ খাবার তৈরিতে ব্যবহার করা ক্ষতিকর কেমিক্যাল ও ময়লাযুক্ত পামওয়েল তৈল উদ্ধার করা হয়।

মোবাইল কোর্ট পরিচালকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট হোটেল মালিকদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়ে গ্রীণ হোটেলকে ১০ হাজার, তাইপিং রেস্তোরাকে ৫ হাজার ও ধানসিঁড়ি হোটেলকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা আর্থিক দন্ডে দন্ডিত করেন। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন, জেলা পুলিশের সাব ইন্সপেক্টর মো. হুমায়ন কবির, রাঙামাটি জেলা প্রশাসনের পেশকার নজরুল ইসলাম ও সহকারি ছোটন দাশ।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান