আজ উদ্বোধন হচ্ছে সর্বজনীন পেনশন কর্মসূচি ॥ রাঙামাটিতে প্রেস ব্রিফিং

149

॥ স্টাফ রিপোর্টার ॥

আজ ১৭ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সর্বজনীন পেনশন কর্মসূচি। উদ্বোধনের দিন থেকেই সারা দেশে এ কর্মসূচি উন্মুক্ত হবে সবার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল মাধ্যমে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করবেন। এ উপলক্ষে রাঙামাটিসহ সকল জেলাপ্রশাসকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন বিষয়ে বুধবার (১৬ আগস্ট) রাঙামাটি জেলাপ্রশাসন সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করে। এ সময় সাংবাদিকদের সামনে পেনশন স্কীম সুবিধা ও সুবিধাভূগীদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন রাঙামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ এই প্রতিপাদ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করা হচ্ছে। আপাতত চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য চার ধরনের পেনশন কর্মসূচি চালু হবে। এগুলোর নাম হচ্ছে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী। এর মধ্যে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য ‘প্রগতি’, স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য ‘সুরক্ষা’, প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী’ এবং দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ‘সমতা’ শীর্ষক কর্মসূচি চালু করা হবে।

‘সরকারি কোনো সুবিধা পায়না’ ১৮ থেকে ৫০ বছর বয়সী এমন সব নাগরিকই এ ব্যবস্থার আওতায় আসতে পারবেন এবং ৬০ বছর বয়স থেকে তাঁরা আজীবন পেনশন পাবেন। রাঙামাটি হচ্ছে দেশের বাছাই করা ৮ জেলার মধ্যে একটি যারা উদ্বোধনের দিনই অনলাইনে চাঁদা দিয়ে পেনশনের অন্তর্ভূক্ত হতে পারবে। ৫০ বছর বয়সী নাগরিকগণ টানা ১০ বছর চাঁদা দেওয়ার পরই পেনশন সুবিধা পাবেন এবং তা আজীবন চলবে।
কোন পেনশনে চাঁদা কতঃ

‘প্রগতি’ ও ‘সুরক্ষা’ কর্মসূচির আওতায় মাসিক চাঁদার হার নির্ধারণ করা হয়েছে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। ‘প্রবাসী’ কর্মসূচিতে মাসিক চাঁদার হার ৫ হাজার থেকে ১০ হাজার টাকা। এই কর্মসূচিতে মার্কিন ডলার, ইউরো, কুয়েতি দিনার, সৌদি রিয়াল ইত্যাদি মুদ্রায় চাঁদা দিতে হবে।

প্রবাসী আয়ের (রেমিট্যান্স) মতো এ ক্ষেত্রেও সরকারের ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার বিষয়ে চিন্তা করা হয়েছিল। পরে অবশ্য তা বাদ দেওয়া হয়। ‘সমতা’ কর্মসূচিতে মাসিক চাঁদা ৫০০ টাকা। এ কর্মসূচিতে সমপরিমাণ অর্থাৎ ৫০০ টাকা করে চাঁদা দেবে সরকার।
বিকাশ-নগদেও চাঁদা দেওয়া যাবে ঃ

পেনশন কর্মসূচির আওতায় চাঁদা দেওয়া যাবে ঘরে বসেই। এ জন্য একটি অ্যাপস তৈরি করা হয়েছে। যাঁরা সর্বজনীন পেনশনের আওতায় আসতে চান, তাঁদের আগে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর একটি নম্বর পাওয়া যাবে, যা দিয়ে সব সময় চাঁদা পরিশোধসহ সব কাজ করতে হবে। গ্রামীণ পর্যায়ে নিবন্ধনে সহযোগিতা করবে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো। ব্যাংকের পাশাপাশি নগদ, বিকাশসহ যেকোনো মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমেও চাঁদা পরিশোধের সুযোগ রাখা হচ্ছে।