আজ থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যের মেলা

137

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি আজ থেকে শুরু হচ্ছে পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ,২৩ উপলক্ষে পাঁচদিনব্যাপী ‘বিজু সাংগ্রাই বৈসুক বিষু বিহু মেলা’। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এই মেলার আয়োজন করছে।

আজ সোমবার থেকে শুরু হয়ে এ মেলা শুক্রবার পর্যন্ত চলবে। আজ বিকাল ৪টায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাঙামাটি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি; রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার)।

আজ বিকাল ৪টায় উদ্বোধনের পর কলেজ মাঠ হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণ একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে পরে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন এবং শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা।

এ ছাড়া মেলায় আজসহ প্রতিদিনই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিল্পীদের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশনার পাশাপাশি, নাটক প্রদর্শনী ও বিভিন্ন ধরণের ঐতিহ্যবাহী খেরাধুলার আয়োজন থাকবে। থাকছে ঐতিহ্যবাহী পাজোন রান্না প্রতিযোগিতাও জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া এক আমন্ত্রনপত্রে অনুষ্ঠানসমূহে সর্বস্তরের মানুষকে অংশ গ্রহণের সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন।