আঞ্চলিক পরিষদ আয়োজিত ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী

653

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০-২১) উদযাপন উপলক্ষ্যে স্কুল পর্যায়ে “ফুটবল ও হ্যান্ডবল” প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে চিংহ্লামং মারী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিসদের নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, ক্রীড়া উদযাপন কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ চাকমা, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বরুণ বিকাশ দেওয়ান, আঞ্চলিক পরিষদের হিসাব নিরিক্ষা কর্মকর্তা সুবেশ চন্দ্র চাকমা প্রমূখ।

অতিথিরা মহিলা হ্যান্ডবল ও পুরুষদের ফুটবলে বিজয়ী মনোঘর আবাসিক বিদ্যালয় সহ ফুটবলে রানার্সআপ শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় এবং হ্যান্ডবলে রানার্সআপ রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ ৩য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য- স্কুল পর্যায়ে “ফুটবল ও হ্যান্ডবল” প্রতিযোগিতাটি ফুটবলে ৩টি ও হ্যান্ডবলে ৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।