আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে

334
॥ স্টার রিপোর্টার ॥

কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও জেলা আ’লীগের সভাপতি দীপংকর তালুকদার বলেছেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ ঐক্যবদ্ধ থাকলে যত কঠিন কাজ হোক না কেন তা সফল করা সময়ের ব্যাপার।

কেন্দ্রীয় এ নেতা জানান, বঙ্গবন্ধু তনয়ার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। বাংলাদেশকে নিয়ে সারাবিশ্ব আজ আলোচনায় মুখরিত। কেননা দেশের অভূতপূর্ণ উন্নয়নে প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম, জেলা পরিষদের সাবে চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দীন বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, দপ্তর সম্পাদক রফিক তালুকদার প্রমুখ।
এ দিবসে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনসহ দলটির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।