আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে জেলা আওয়ামীলীগের আলোচনা

303

॥ স্টাফ রিপোর্টার ॥

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি জেলা, পৌর ও সদর উপজেলা শাখার সকল সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর। পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মমতাজ চৌধুরী, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াদুদ, কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক চাকমা, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহিতা দেওয়ান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা যুবলীগের সহ-সভাপতি আশিষ কুমার চাকমা নব, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার সুজন প্রমূখ।