আপার রাঙামাটিতে অগ্নিকান্ডঃ সর্বশান্ত ৬ পরিবার

412

॥ স্টাফ রিপোর্টার ॥
বছরের প্রথম দিনে অনেকেই আনন্দ উল্লাসে মেতে থাকলেও ভয়ংকর আগুনের কবলে পড়ে রাঙামাটি শহরের ৬ পরিবারের জীবনে নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার (০১ জানুয়ারি) বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের পুরাতন পুলিশ লাইন আপার রাঙামাটি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ৬ টি কাঁচা বসতঘর।

পুলিশ লাইনের পুলিশ সদস্যরাসহ স্থানীয়রা আগুন যাতে চারপাশে ছড়িয়ে না পড়ে তাই তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্ঠা চালায়। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল হোসেন বলেন, আমরা পুরাতন পুলিশ লাইন এলাকায় অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে-সাথেই ঘটনাস্থলে এসে আমাদের কাজ শুরু করি। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।