আমতলী ধর্মোদয় বন বিহারে কঠিন চীবর দান

120

॥ স্টাফ রিপোর্টার ॥

বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাবাস শেষে শুরু হয় প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবার ও জুরাছড়ি উপজেলার আমতলী ধর্মোদয় বন বিহারে আজ সোমবার ত্রিশ তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের পালি ভাষা প্রাচ্য বিভাগের অধ্যাপক ডঃ জিনবোধি মহাথের।

আমতলী ধর্মোদয় বন বিহারে অধ্যক্ষ ধর্মজ্যোতি মহাস্থবির সভাপতিত্বে উপস্থিত পূণ্যার্থীদের উদ্দেশ্য ধর্ম দেশনা প্রদান করেন দেবানন্দ মহাস্থবির। অনুষ্ঠানে এশা চাকমা সঞ্চালনায় দুপুরের পর্বে ধর্মীয় সংগীত পরিবেশন করেন শিল্পী বর্ষা চাকমা। পঞ্চশীল প্রার্থনা করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি নিগিরেশ্বর চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কেতন চাকমা।

রাঙ্গামাটি থেকে আগত বিশিষ্টজন হিসেবে বক্তব্য রাখেন শ্রী বিজয় কেতন চাকমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবর্তক চাকমা সদস্য রাঙ্গামাটি জেলা পরিষদ ও সভাপতি উপজেলা আওয়ামিলীগ জুরাছড়ি, সুরেশ কুমার চাকমা চেয়ারম্যান উপজেলা পরিষদ জুরাছড়ি, ইমন চাকমা চেয়ারম্যান ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ, সন্তোষ বিকাশ চাকমা চেয়ারম্যান ২ নং বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ।

এতে ত্রিশতম দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে বুদ্ধ মূর্তিদান, সংঘদান,অষ্টপরিস্কার দান,কঠিন চীবর দান সহ নানাবিধ দান উৎসর্গ করা হয়।