আমাদের জনশক্তিকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে : জেলাপ্রশাসক

484

p....4

এম.নাজিম উদ্দিন- ৮ মার্চ ২০১৬, দৈনিক রাঙামাটি : রাঙামাটির জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেছেন, আমাদের জনশক্তিকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা গেলে বাংলাদেশের শ্রমিকরা বিদেশে গিয়ে আরো বেশি মর্যাদা পাবেন এবং দেশের জন্য আরো বেশি রেমিটেন্স আয় করতে পারবে। তিনি বলেন কারিগরি শিক্ষা থাকা একজন মানুুষ চাকরি না পেলেও নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। তিনি বলেন মহান আল্লাহ সারা বিশ্বের মানুষকে জ্ঞান অর্জন করার নির্দেশ দিয়েছেন এবং মহানবীও বলেছেন প্রত্যেক নর-নারীর জন্য জ্ঞান অর্জন বাধ্যতামুলক। জ্ঞান অর্জন করতে হবে ইহকাল ও পরকালের জন্য। তিনি বলেন, পড়ালেখা না জানলে ইহকাল বা পরকাল কোনো কালেই কল্যাণ পাওয়া সম্ভব নয়। আর শিক্ষাহীন মানুষ সমাজে মর্যাদার সাথে বেঁচে থাকতে পারেন না।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হযরত আব্দুল ফকির (রঃ) টেকিনিক্যাল ট্রেনিং সেন্টারের ১ম ব্যাচের কোর্স সমাপনী সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলাপ্রশাসক উপরোক্ত কথা বলেন। আব্দুল ফকির (রঃ) মাজার কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাজার কমিটির সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম, মাজার কমিটির যুগ্ন সম্পাদক মোঃ মুনিরুজ্জামান মহসীন রানা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয়ের উপদেষ্ঠা মাওলানা মোঃ শাহজাহান। এ সময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক কবির, রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শামশুল আরেফিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচানয় বক্তারা বলেন, হযরত আব্দুল ফকির (রঃ) মাজার কারিগরি প্রতিষ্ঠানের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ ১ম ব্যাচে উত্তির্ণ ২৫জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেন।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান