আলীকদমে বৌদ্ধ বিহারের বহুতল ভবনের উদ্বোধন করলেন বীর বাহাদুর

332

p.......6-1

আলীকদম প্রতিনিধি, ৫ মার্চ ২০১৬, দৈনিক রাঙামাটি : বান্দরবানের আলীকদমে বাবুপাড়া বৌদ্ধ বিহারের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। শুক্রবার তিনি প্রথমে বিহারের ফলক উম্মোচন করেন এবং পরে লাল ফিতা কেটে নবনির্মিত বহুতল এই বৌদ্ধ বিহারের প্রবেশ করেন। এসময় পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী বাজনার শুরে শুরে প্রধান অতিথিকে অভিনন্দন জানান। পরে তিনি বাবু পাড়া নব নির্মিত বৌদ্ধ বিহার এর মাঙ্গলিক উৎসর্গ ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। এর আগে সকালে তিনি তারাবুনিয়া জামে মসজিদ ভবনের ফলক উম্মোচন করেন এবং স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

বাবু পাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ উঃ পেঞা চেইক্কা ভিক্ষু এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল মাসুদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, মাতামুহুরী রিজার্ভের হেডম্যান উক্যজাই মার্মা, ৩নং নয়াপাড়া ইউনি সদস্য ফোগ্য মার্মা, ৩নং নয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বাদশা, আবুমং কারবারী প্রমুখ। এছাড়াও আলীকদম উপজেলার বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্টানের যাজকগন ও উপজেলার সর্বস্তরের জনসাধারণ সভায় উপস্থিত ছিলেন।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান