আলীকদমে মুরং সম্মেলন

314

 

murang-pic-bandorban-pic॥ আলীকদম প্রতিনিধি॥

‘পাহাড়ি-বাঙ্গালী ভাই ভাই, আমরা সবাই শান্তি চাই’ শ্লোগানকে প্রতিপাদ্য করে মুরুং কল্যাণ সংসদের আয়োজনে আলীকদম সেনা জোনের সহযোগিতায় রোববার বান্দরবানের আলীকদমে মুরং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে একটি উপজেলা শহরে একটি র‌্যালী বের করা হয়। দুপুরে জোন সদরে ১৮ ইষ্ট বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল সারওয়ার হোসেন, পিএসসি’র সভাপতিত্বে উপ-অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন।

এছাড়াও পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াইচাহ্লা মার্মা, চিংইয়ং ¤্রাে, ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ¤্রাে, চাথুইপ্রু মার্মা হেডম্যান, খামলাই ¤্রাে মেম্বার ও চংতাই ¤্রাে বিশেষ অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।