বান্দরবানের লামা বনবিভাগের আওতাধিন মাতামুহুরী রেঞ্জের আলীকদম বিটে ২০০২-০৩ আর্থিক সনে সৃজিত সামাজিক বনায়নের লভ্যাংশের ৪১ লক্ষ ১৯ হাজার ১৮৫ টাকার চেক বিতরণ করা হয়েছে।
৯১জন উপকারভোগির মধ্যে এ লভাংশ বিতরণ করা হয়। সম্প্রতি আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহামদের সভাপতিত্বে লভ্যাংশ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. জগলুল হোসেন।
এতে বিজিবি’র আলীকদম কমান্ডার লে. কর্ণেল মো. হোসাইন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মো. নায়িরুজ্জমান, আলীকদম সেনাবাহিনীর ক্যাপ্টেন কাজী আসিফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জামাল উদ্দিন বিশেষ অতিথি ছিলেন। শেষে অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে লভ্যাংশের চেক তুলে দেন।