॥ আলীকদম প্রতিনিধি ॥
বুধবার (৭ অক্টোবর) কারিতাসের উদ্যোগে আলীকদম উপজেলায় মুজিব বর্ষ, স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং লাউদাতো সি পরিবেশ ও প্রকৃতি উপলক্ষ্যে আলীকদম-থানচি সড়কের ১৩ কিলোমিটার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী উদ্ভোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল।
এ সময় ইউএনও মোঃ সায়েদ ইকবাল আলীকদম-থানচি সড়কের পাশে সোনালু, কদম, রাধাচুড়া ও কৃষ্ণচুড়া রোপণ করেন। বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার বলেন, কারিতাসের উদ্যোগে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় রোপিত এই চারাগুলি সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করবে। এ চারাগুলি যাতে সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করা সে ব্যাপারে উপস্থিত কারিতাস কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শ দেন। একই সাথে আগামীতেও কারিতাসকে এই ধরণের মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানান ।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের জেপিও (এগ্রোইকোলজি) উসিনু মার্মা ও মাঠ কর্মকর্তা মিসেস জেসমিন চাকমা, মাঠ সহায়কবৃন্দ ও এলাকাবাসী।