আলোকচিত্র প্রদর্শনী- ‍বাঁচাও নদী বুড়িগঙ্গা

746


স্টাফ রিপোর্ট- ১৭ ডিসেম্বর ২০১৬, দৈনিক রাঙামাটি : ধানমন্ডীর আলিয়ঁস ফ্রসেস দো জুম গ্যালারীতে চলছে আলোকচিত্রশিল্পী, সাংবাদিক ফোজিত শেখ বাবুর ‘বাঁচাও নদী বুড়িগঙ্গা’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী। প্রতি দিন প্রদর্শনী দেখতে বিভিন্ন শ্রেনীর শত শত দর্শক ভীড় করছেন।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো অফিস।