আলোর ফুলের কমিটি বিলুপ্ত ঘোষণা

796

তরুণ সামাজিক সংগঠন “আলোর ফুল” এর বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে মো. শহিদুল ইসলাম ভুট্টো কে পরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছে সংগঠনটির উপদেষ্টারা। রবিবার (২০ সেপ্টম্বর) সংগঠনটির পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অদ্য ১৮/০৯/২০২০ইং রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় তরুণ সামাজিক সংগঠন “আলোর ফুল” উপদেষ্টা পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সবার মতামতের ভিত্তিতে “আলোর ফুল” পরিচালনা পরিষদের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক পরিচালক মো. শহিদুল ইসলাম ভুট্টো কে পুনরায় পরিচালকের দায়িত্ব প্রদান করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি