আল আমিন ফাজিল ডিগ্রী মাদরাসায় শোক দিবস পালন

169

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি আল আমিন ইসলামিয়া ফাজিল ডিগ্রী মডেল মাদরাসায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে এ আলোচনা সভা মাদসার ছাত্রছাত্রী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিএম ইনিস্টিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রবীণ শিক্ষাবিদ মাহমুদুন্নবী খান দুলাল, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সেক্রেটারি আনোয়ার আল হক। মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখে ইসলামিক সেন্টারের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলিম, মাদ্রাসার সিনিয়র প্রভাষক মাওলানা মুহাম্মদ ইসমাইল।

আলোচনা সভাশেষে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আয়োজিত রচনা ও আবৃত্তি প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে ১৫ আগস্টএর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়, দোয়া পরিচালনা করেন সিনিয়র প্রভাষক মাওলানা মুহাম্মদ শরিফুল ইসলাম।