আসবাবপত্র মিস্ত্রি সমিতির বার্ষিক বনভোজন

130

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি আসবাপত্র মিস্ত্রি সমবায় সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। শুক্রবার দিনব্যাপি আসবাপত্র মিস্ত্রি সমবায় সমিতির সদস্য ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে কাপ্তাই হ্রদে লঞ্চে করে সুবলং ঝর্ণা ঘুরে বালুখালীতে এসে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

এসময় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন কোষাধ্যক্ষ আব্দুল খালেক, কার্যকরী সদস্য মো. মাহবুব হক ও মো. তসলিম সহ সমিতির সদস্য ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপি আনন্দ উৎসবের পর বিকেলে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীরে মাঝে পুরস্কার বিতরণ করা সহ লাকী ড্র অনুষ্ঠিত হয়। বনভোজনে ৩শতাধিক সমিতির সদস্যদের পরিবাররের সদস্যরা অংশ নেন।