॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরের আসামবস্তিতে গনপতি সংঘের আয়োজনে নানা ধর্মীয় আচারের মধ্য দিয়ে গণেশ পূজা অনুষ্ঠিত হচ্ছে। আসামবস্তি শীতলা মাতৃ মন্দিরে গনপতি সংঘ আহ্বায়ক কমিটির মাধ্যমে ৬ষ্ঠ বারের মতো গণেশ পূজার আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে শীতলা মাতৃ মন্দিরে গিয়ে অসংখ্য ভক্তের উপস্থিতি দেখা যায়।
গনপতি সংঘ জানায় তারা ৩দিন দিন ব্যাপি আয়োজনের মধ্যে- শিব মন্দির সম্প্রদায়ের সহযোগিতায় অধিবাস কীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, গণেশ পূজা, ইসকনের সহযোগিতায় গীতা সংগীত পরিবেশন, সন্ধ্যা আরতী, ঢাক-ঢোল, শত গীতা ও প্রসাদ বিতরণের উদ্যোগ নিয়েছে। আগামীকাল প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে তাদের এই আয়োজন সম্পন্ন হবে। তারা আরো জানায়, গনপতি সংঘ সুধু ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ না। তারা সামাজিক কর্মকান্ডে জাতি ধর্ম নির্বিশেষে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। করোনাকালীন সময়ে সংগঠনটি ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
এবিষয়ে গণপতি সংঘ ও শীতলা মাতৃমন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ রাঙামাটির সর্বস্তরের জনসাধারণকে গণেশ পূজায় আমন্ত্রণ জানিয়েছেন।