ইউনিয়ন পরিষদ সচিবদের কঠোর আন্দোলনের হুশিয়ারি

266

DSC_0031000

ঢাকা ব্যুরো অফিস, ১১ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি) : আজ ১১ ফেব্রুয়ারী ২০১৬, ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সামনে তিন দফা দাবীতে সারাদেশের ৪৫৭১টি ইউনিয়ন পরিষদ সচিবদের সংগঠন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি (বাপসা) মানবন্ধন কর্মসূচি পালন করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ৩ দফা দাবী উত্থাপন করেন। দাবীসমূহ হচ্ছে- ১. ইউনিয়ন পরিষদ সচিবদের পদোন্নতি পূর্বক ১০ম গ্রেড স্কেলের মর্যাদা প্রদান। ২. বেতন, বোনাস, আনুতোষিক লামগ্রান্ট, শ্রান্তিবিনোদন ভাতাসহ যাবতীয় অর্থ শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদানের ব্যবস্থা করা। ৩. ইউনিয়ন পরিষদ কর্মচারীদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন ব্যবস্থা নিশ্চিতকরণ। দাবী আদায় না হলে আগামী ২৮-২৯ ফেব্রুয়ারী কর্মবিরতি পালন করবেন ইউনিয়ন পরিষদ সচিবরা এবং আগামী ৮ মার্চ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তিনি ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাপসা কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ হাবিবুর রহমান। বাপসা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাসুদ পারভেজের সঞ্চলনায় বক্তব্য রাখেন বাপসা’র সাবেক সভাপতি রেজাউল করিম তুহিন, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান, আব্দুল লতিফ মোল্লা, এজিএম মোহসিন রেজা, নজরুল ইসলাম, মাহবুব আলম মোল্লা, হাসানুর জামান, সুলতান আহমেদ মন্ডল, আব্দুল্লাহ আল আমিন, জাহাঙ্গীর হোসেন, নুরুল হুদা চৌধুরী, আনোয়ার হোসেন হেলাল, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, সিদ্ধার্থ ব্যানার্জী, সিনিয়র যুগ্ম মহাসচিব আশরাফ উদ্দিন বাবু, যুগ্ম মহাসচিব সোহরাব আলী, এ রশিদ আহমদ, মোতাহার হোসেন, শহিদুল ইসলাম, আতাউল করিম পিপলু, মিজানুর রহমান, ফেরদৌস আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মমিন, রফিকুল ইসলাম, রুহুল আমিন, অর্থ সম্পাদক কাজী তাজউদ্দিন, প্রচার সম্পাদক আবু বক্কর মানিক, খুলনার মরহুম সচিব ফেরদৌস আহমেদ বিধবা স্ত্রী হালিমা ফেরদৌস, কবির উদ্দিন, আবুল কালাম, আতাউর রহমান, জাকির হোসেন, হেলাল উদ্দিন, লিটন পাল, কিশোর সাংমা প্রমুখ।

সংগঠনের সভাপতি জনাব হাবিবুর বলেন, উল্লেখিত দাবীসমূহ আগামী ৭ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগ বাস্তবায়নের পদক্ষেপ নিবে বলে আমরা আশাবাদী। তবে উক্ত তারিখের মধ্যে সরকার সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বাস্তবায়নের ব্যবস্থা না করলে সচিবগণ দাবী আদায়ে কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য থাকবে।

মানবন্ধন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেন।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান