॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাজস্থলী উপজেলা ইসলামপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ করেছে তার অভিভাবকরা। তারা জানায় একটি অপরিণত প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের মেয়েকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় রাজস্থলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
মামলার অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, আগে থেকেই স্কুলে যাওয়া-আসার পথে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের জীবন (১৯), একই গ্রামের সাইফুল ইসলাম (২৪) ইসমাঈল হোসেন (১৯) ও সালকান গাজী (১৯) ও অজ্ঞাত নামা আরো ২/৩ জন প্রতিনিয়ত মেয়েটিকে উত্ত্যক্ত করত। বিষয়টি সে তার পরিবার কে জানালে তারা আরও ক্ষেপে যায়। পরিবার অভিযোগ সূত্রে জানাযায়, ইসলামপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে বিগত ৭/৮ মাস যাবৎ স্কুলে যাওয়া আসার পথে উদ্যাক্ত করা সহ প্রেমের প্রস্তাব দিয়ে আসিতেছে।
বিষয়টি জানার পর ভিকটিমের পরিবার পারিবারিক ভাবে বিবাদীকে সর্তক করিয়া দেয়। তারা কোন কর্ণপাত না করে আরো উল্টো হুমকি দিতে থাকে। এক পর্যায়ে আমার মেয়েকে গত২৩/৩/২৪ শনিবার বিকাল তিন টায় অপহরণ করে নিয়ে যায় বিবাদীগন। তখন আমরা এ দিক ঐ দিক খুজাখুজির পর তাদের কে এলাকার জনগনের সহায়তায় উদ্ধার করে রাজস্থলী থানায় খবর দিলে পুলিশ এসে ভিকটিম কে হেফাজতে নিয়ে যায় এবং অপহরণ কারীদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, রাজস্থলী থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইন ২০০০( সংশোধিত) ২০২০ অপহরণের সহায়ত্ করায় মামলা করা হয়েছে। মামলার পরিপেক্ষিতে আসামীদের গ্রেপ্তার করে রাঙ্গামাটি কোট হাজতে পাঠানো হয়েছে।