॥ স্টাফ রিপোর্টার ॥
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমাম হোসাইন কুতুবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ আল আমিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগররের নির্বাহী সভাপতি মাওলানা মনসুরুল হক জিহাদী, রাঙামাটি জেলা সভাপতি মাওলানা আবুল হাশেম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সহ-সভাপতি মাওলানা নূর হোসেন, সেক্রেটারী একে এম ইসরাইল, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক, অর্থ সম্পাদক মুহাম্মদ নাসির হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সভাপতি মুহাম্মদ বেলাল হোসাইন।
অনুষ্ঠানে বিগত সেশনের কমিটি বিলুপ্তি ঘোষণা করে মুহাম্মাদ ইমাম হোসাইন কুতুবীকে সভাপতি, মুহাম্মাদ হোসাইন মল্লিককে সহ সভাপতি ও মুহাম্মাদ আনাস ওয়াসিমকে সাধারণ সম্পাদক করে ২০২৩ সেশনের কমিটি ঘোষণা করা হয়।