ইসলামী ব্যাংকের সুপারভিশন এবং মনিটরিং কমিটির সভা

463


স্টাফ রিপোর্ট- ৭ জুন ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি): ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বিনিয়োগ সুপারভিশন ও মনিটরিং কমিটির সভা ৭ জুন, ২০১৭ বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা এতে সভাপতিত্ত্ব করেন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহ্বুব-উল-আলম, আব্দুস সাদেক ভুঁইয়া, মু. শামসুজ্জামান, মোহাম্মদ মনিরুল মওলা, মোহাম্মদ মোহন মিয়া, মোহাম্মদ আলী ও আবু রেজা মোঃ ইয়াহিয়া, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান, ঢাকাস্থ জোন ও কর্পোরেট শাখাগুলোর প্রধান এবং উর্ধ্বতন নির্বাহীগণ এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্য জোন ও কর্পোরেট শাখার প্রধানগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সংয্ক্তু হন। সভায় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরদের নেতৃত্বে বিনিয়োগ সম্পর্কিত আটটি কমিটির আওতাধীন জোন ও শাখাসমূহের ইনভেস্টমেন্ট পর্যালোচনা ও মূল্যায়নপূর্বক নন-পারফর্মিং বিনিয়োগ কমাতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান