স্টাফরিপোর্ট- ১১ জুলাই ২০১৮, দৈনিক রাঙামাটি (সংবাদ বিজ্ঞপ্তি): ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১১ জুলাই ২০১৮ বুধবার ঢাকার আশকোনাস্থ হজক্যাম্পে হজযাত্রীদের সেবায় হজ বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো: সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে এ বুথ উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো: ইয়াহিয়াসহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় এবারও হজ বুথের মাধ্যমে ডলার ও রিয়াল এনডোর্সমেন্ট, হজ গাইড বিতরণ, হজ যাত্রীদের জন্য পরিবহণ ও এটিএম সুবিধাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করছে ইসলামী ব্যাংক।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।