ইয়াং রাঙামাটি ক্লাব হতে ১ সদস্যকে অব্যাহতি

373

॥ প্রেস বিজ্ঞপ্তি ॥
ক্লাবের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইয়াং রাঙামাটি ক্লাব থেকে মনিরুল ইসলাম (রতন) কে ক্লাব থেকে আজীবনের জন্য অব্যাহতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে প্রেরিত ইয়াং রাঙামাটি ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।

তারা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে- ইয়াং রাঙামাটি ক্লাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে, মনিরুল ইসলাম (রতন) ক্লাবের একজন সদস্য হওয়ার পরও ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে কোন অনুমতি না নিয়ে একজন ব্যক্তিকে ক্লাবের মধ্যে বালু উত্তোলন ও বালু রাখার অনুমতি দেন। বালু উত্তোলনের সময়

জেনারেটরের বিকট শব্দে ক্লাবের আশে পাশে বসবাসরত এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। আরো উল্লেখ্য যে, বেশ কিছুদিন আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কাছ থেকে অনুদান হিসেবে একটি বড় স্ট্যান্ড ফ্যান ইয়াং রাঙামাটি ক্লাবকে দেওয়া হয়। ঐসময় জনাব মনিরুল ইসলাম (রতন) ক্লাবের একজন সদস্য হিসেবে তা গ্রহণ করেন। ঐ ফ্যানটি ক্লাবকে বুঝিয়ে দেওয়ার জন্য, ক্লাবের পক্ষ থেকে বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও ক্লাব কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন নাই। তার এহেন দায়ীত্বজ্ঞানহীন কর্মকান্ড ও স্বেচ্ছাচারিতার কারণে ক্লাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ক্লাব কর্তৃপক্ষ মনে করেন। মনিরুল ইসলাম (রতন) খুবই গুরুতর অপরাধ করেছে যাহা ইয়াং রাঙামাটি ক্লাবের গঠনতন্ত্রের ২৭ এর “ক” ২৯ এর “খ” এবং ৩১ এর “ক” ধারা লঙ্ঘন করেছেন। ক্লাব কর্তৃপক্ষ তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাচারিতা ও ক্লাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ করার অভিযোগ এনে মনিরুল ইসলাম (রতন)কে আজীবনের জন্য ক্লাব থেকে অব্যাহতি প্রদান এবং স্থায়ী ভাবে ক্লাবের সদস্যপদ বাতিল করে। আগামীতে তার কোন কর্মকান্ডে ক্লাব কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।