ইয়ুথের আয়োজনে রাঙামাটিতে শিশু সমাবেশ ও পুরস্কার

416

॥ ইকবাল হোসেন ॥
স্বেচ্ছাসেবীদের নিয়ে নেতিবাচক সমালোচনা না করে উৎসাহ দেওয়ার জন্য তাদের নিয়ে ইতিবাচক সমালোচনা করুন, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট এ্যান্ড হেল্প (ইয়ুথ) কর্তৃক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ইয়ুথ’র প্রধান উপদেষ্টা স্মৃতি বিকাশ ত্রিপুরা একথা বলেন।

শুক্রবার (৯ অক্টোবর) রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে চিত্রাংকন প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফপিএবি রাঙামাটি জেলা শাখার প্রেসিডেন্ট মো. মুজিবুর রহমান, বৃহত্তর বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও অত্র সংগঠনের উপদেষ্টা মোঃ আবু সৈয়দ, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক এবং অত্র সংগঠনের উপদেষ্টা আনোয়ার-আল-হক, রাঙামাটি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, চিত্রশিল্পী মো. ইব্রাহীম। ইয়ুথের পরিচালক ইকবাল হোসেননের সঞ্চালনায় ও ইয়ুথ’র বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ উদযাপন কমিটির আহবায়ক ম্যারেলিন এ্যানি মারমার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব মো. জসিম উদ্দীন, ইয়ুথের সাবেক সাংগঠনিক সম্পাদক রুপম তঞ্চঙ্গ্যা, সমাজ সেবা সম্পাদক চৌধুরী অনেশ বড়–য়া, সদস্য আরিফুল ইসলাম মানিক, সহযোগী সদস্য গোলাম মোস্তফা, বিশেষ সদস্য সঞ্চিতা চৌধুরী, অভি দে, মোস্তাফিজুর রহমান, সিয়াম হোসেন নিবির প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্য স্মৃতি বিকাশ ত্রিপুরা আরো বলেন, ইয়ুথ সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিমাসে শিক্ষা উপকরণ প্রদানের পাশাপাশি প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস যেভাবে উদযাপন করেছে তা আসলেই প্রসংসার দাবিদার। আগামীতেও ইয়ুথ এরূপ কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভার পর উপস্থিত অতিথিদেরকে ইয়ুথের পক্ষ থেকে শুভেচ্ছা স্বারক তুলে দেওয়া হয়। এরপর চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীসহ অংশগ্রহণকারী সকল শিশুদের হাতে অতিথিরা পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন।