ঈদের দিনে অসহায়দের ভালোবাসা উপহার দিলো পুরাতন হাসপাতাল এলাকার কয়েকজন তরুণ

502

॥ ইকবাল হোসেন ॥

রাঙামাটি পৌরসভার আওতাধীন ২নং ওয়ার্ডের পুরাতন হাসপাতাল এলাকার আর এ সানি আহমেদ এর উদ্যেগে তানভীর হাসান রানা, রাফাইল হক শাইর, আসিফ সালেহ বিন নোয়েল ও সুমন দে বাপ্পার আর্থিক সহযোগীতায় এবং সাজেদুল ইসলাম সাকিব ও আরাফাত রহমান সাব্বির এর সার্বিক সহযোগিতায় রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন আব্দুল ফকিরের মাজারে কিছু গরীব অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্য কিছু ভালবাসা উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে ঈদের নামাজ পড়ার পর এই তরুণরা আব্দুল ফকিরের মাজারে অবস্থানরত অর্ধশতাধিক গরীব অসহায় মানুষদের মাঝে ভালোবাসার উপহার হিসেবে বিরিয়ানির প্যাকেট বিতরণ করেছে।

এবিষয়ে তারা জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে চলমান অঘোষিত লকডাউনের ফলে অনেক পরিবার কর্মহীন হয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছে তাই আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায়দের মাঝে এই ভালবাসা উপহার বিতরণ করেছি।