ঈদে মিলাদুন্নবী ঘিরে হামদ-নাত প্রতিযোগিতা

181

॥ স্টাফ রিপোর্টার ॥

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে রাঙামাটি হামদ-নাত একাডেমীর আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও হামদ-নাত, ক্বেরাত ও আযান প্রতিযোগিতা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হোটেল সুফিয়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মো: মুছা মাতব্বর।

অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ইকবাল বাহার চৌধুরী।
হোটেল সুফিয়ার সত্ত্বাধিকারী সাইফুল ইসলামের সভাপতিত্বে ও রাঙামাটি হামদ-নাত একাডেমীর পরিচালক মো. এনামুল হক হারুনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন চাদগাঁও ফয়জানে মদিনা তৈয়বিয়া মসজিদের খতিব বিশিষ্ট চিন্তাবিদ মাওলানা মো. সেলিম রিয়াদ হক্কানী।

সম্মানিত অতিথি ছিলেন- দৈনিক গিরিদর্পন পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমদ।

বিশেষ অতিথি ছিলেন- রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, রাঙামাটি হামদ-নাত একাডেমীর আহ্বায়ক মো. আক্কাস উদ্দিন চৌধুরী।

এসময় আলেম ওলামাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হামদ-নাত, ক্বেরাত ও আযান প্রতিযোগিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।