॥ স্টাফ রিপোর্টার ॥
নতুন চেয়ারম্যানের সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ‘পরিচালনা বোর্ড’ এর নতুন অর্থ বছরের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান তার বক্তব্যে, প্রকল্পের ওভারল্যাপিং সম্পর্কে কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড হতে যেসব প্রকল্প বা স্কিম গ্রহণ ও বাস্তবায়ন করা হবে তার সাথে যেন সরকারি অন্যান্য বিভাগ, দপ্তর, সংস্থার উন্নয়নমূলক কর্মকান্ডের দ্বৈততা সৃষ্টি না হয় সেজন্য সকলের সাথে সমন্বয় করে কাজ করতে হবে।
বোর্ডের চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, পার্বত্য জনপদের উন্নয়নে বোর্ড যেসব প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করে তা যেন দুর্গম এলাকায় বসবাসরত সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে গ্রহীত হয় সে বিষয়টিকে অধিক প্রাধ্যান্য দেওয়া হবে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় এ সভা প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা।
বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরীর (অতিরিক্ত সচিব) স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শূরু হওয়া সভা পরিচালনা করেন সদস্য প্রশাসন ও সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন।
সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ আমিনুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্য ও ভু-প্রাকৃতিক গঠনকাঠামো বিবেচনায় অপার সম্ভাবনাময় একটি অঞ্চল। তিনি আরও বলেন অত্র এলাকার জনগণের কল্যাণে ৩ হাজার কোটি টাকা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা দরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পার্বত্যাঞ্চল উন্নয়নের জন্য সবসময় বদ্ধপরিকর এবং বৃহত্তর পরিসরে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ^াস দেন। এসময় তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষতা বৃদ্ধি, আয়বর্ধনমূলক প্রকল্প গ্রহণ এবং সুনির্দিষ্ট ভবিষ্যত পরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন করার বিষয়ে প্রস্তাব তুলে ধরেন।
সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।