॥ স্টাফ রিপোর্টার ॥
পর্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন যুগ্মসচিব মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি সদ্য বিদায়ী ভাইস চেয়ারম্যান অতিরিক্ত সচিব নুরুল আলম চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। দীর্ঘদিন বোর্ডে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর নুরুল আলম চৌধুরী সম্প্রতি অবসরে গেলে ভাইস চেয়ারম্যানের পদটি শূণ্য হয়।
এদিকে হারুন অর রশীদ ভাইস চেয়ারম্যান হিসেবে যোগদানের পর তাকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা (রাষ্ট্রদূত অবঃ)। সোমবার বোর্ডের প্রধান কার্যালয়ের চেয়ারম্যান দপ্তরে এই শুভেচ্ছা অভিনন্দন জানান তিনি। এ সময় চেয়ারম্যান আশা প্রকাশ করেন যুগ্ম সচিব হারুন পার্বত্য এলাকায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বোর্ডের নব নিযুক্ত ভাইস চেয়ারম্যান হিসেবে পার্বত্যবাসীর কল্যাণে যথাযোগ্য কাজ করতে সক্ষম হবেন। একই দিনে উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশীদ (যুগ্মসচিব) কে কর্মকর্তা/কর্মচারীদের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় নব নিযুক্ত ভাইস চেয়ারম্যান সকল বিধিবিধান অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের দাপ্তরিক কার্যক্রম সম্পাদনসহ পার্বত্য জনপদে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দিক নির্দেশনা ও বোর্ডের চেয়ারম্যান এর নেতৃত্বে জনগণের সেবায় কাজ করার কথা ব্যক্ত করেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত জনাব হারুন ইতিপূর্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন হিসেবে ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন হিসেবে করেন। এই দায়িত্বে থাকা অবস্থায়ই তিনি গত ৪সেপ্টেম্বর যুগ্মসচিব হিসেবে পদোন্নতি লাভ করেন।