॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড উদ্যোগে জুরাছড়ি উপজেলায় বিভিন্ন ইভেন্টে খেলোয়াড়দের মাঝে রোববার উপজেলা পরিষদ হলরুমে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্রীড়া সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান,ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ভাঃ প্রধান শিক্ষক শান্তিময় চাকমা।
উপজেলা চেয়ারম্যান ক্রীড়া সামগ্রী বিতরণ কালে খেলোয়ারদের উদ্দেশ্য করে বলেন, শুধু খেলাধুলায় নিয়োজিত থাকলে হবেনা, পাশাপাশি নিয়মিত পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।
তিনি খেলাধুলা সুনাম বয়ে আনার অর্জনের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমানকে প্রশংসা করে। এছাড়াও তিনি বলেন,পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড আমাদের জুরাছড়ি উপজেলায় উন্নয়নের ক্ষেত্রে সর্বাত্তক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এমনই আশাবাদ ব্যক্ত করেন।