উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা প্রদান

573

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শিশু পার্কটিকে পরিত্যাক্ত অবস্থা থেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া রাঙামাটির বিদায়ী জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি। রোববার (২৮ ফেব্রুয়ারি ২০২১খ্রিঃ) বিকাল ৪ টায় ভেদভেদীস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় রেস্ট হাউজের অতিথি সভা কক্ষে এই বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধিত অতিথি একেএম মামুনুর রশিদকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। এ সময় বক্তব্যে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান বলেন রাঙামাটি পার্বত্য জেলায় যতজন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন তম্মধ্যে বিদায়ী সংবর্ধিত অতিথি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ অন্যতম একজন মেধাবী, দক্ষ ও পরোপকারী সরকারি কর্মকর্তা। সকল বিভাগের সাথে সমন্বয় করে রাঙামাটি জেলাকে শান্তিতে রেখেছেন। রাঙামাটির মানুষের কাছে আপনার পরোপকারীর কথা চির স্মরণীয় হয়ে থাকবে। আপনি যেখানে যান পরবর্তী চাকরি জীবন আরো উন্নতি লাভ করুক।

অনুষ্ঠানে বিদায়ী অতিথি জেলা প্রশাসক বলেন, রাঙামাটি শহরকে নিয়ে সাজানোর জন্য আমার অনেকগুলো স্বপ্ন ছিল। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আর্থিকভাবে অনেক সহযোগিতা করেছে। তাই পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞ। বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য বিনোদন কেন্দ্র হিসেবে রাঙ্গামাটি শিশু পার্ক নির্মাণ, ডিসি বাংলো পার্ক, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অবদান অনস্বীকার্য। এছাড়া আমি রাঙামাটি জেলার সেবা গ্রহীতা সাধারণ জনগণ যাতে কম সময়ের মধ্যে সহজভাবে সেবা পেতে পারে সে লক্ষ্যে মানুষের কল্যাণে আপ্রাণ দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। রাঙ্গামাটিতে দীর্ঘ ৩বছর চাকরিকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করার সুভাগ্য হয়েছে। তিনি উপস্থিত সকলের কাছে দোয়া করেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সরকারের উপসচিব সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী, সরকারের উপসচিব সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ, মিশ্র ফল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম, খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, নির্বাহী প্রকৌশলী চলতি দায়িত্ব তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, চলতি দায়িত্ব সহকারী সচিব সাগর পাল, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের পরিকল্পনা ও মূল্যায়ন মোহাম্মদ এয়াছিনুল হক, মিশ্র ফল চাষ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মোঃ কামরুজ্জামান, মিজ ডজী ত্রিপুরা তথ্য কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জাকির হোসেনসহ বোর্ড ও বোর্ডের আওতায় বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনার শেষে অনুষ্ঠানের ফুলের তোড়া, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বিদায়ী সংবর্ধিত অতিথি জনাব এ কে এম মামুনুর রশিদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।