উন্নয়ন বোর্ডের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তথ্যমন্ত্রীর রাঙামাটি সফরে নানা আয়োজন

440

inu

স্টাফ রিপোর্টার, ১৩ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : আজ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে বোর্ডের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে জাঁকজমকপূর্ণ বিভিন্ন কর্মসূচি। উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দেয়া তথ্য বিবরণীতে জানানো হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথিবন্দের মধ্যে থাকছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডঃ গওহর রিজভী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

আয়োজনের মধ্যে রয়েছে আজ বৃহস্পতিবার সকালে কাপ্তাই থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রধান কার্যালয় পর্যন্ত মাউন্টেন বাউক প্রতিযোগিতা, সকাল নয় টায় রাঙামাটি শৈল বিতান হতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পর্যন্তবর্ণাঢ্য র‌্যালি, সকাল ১০টা ৩০ মিনিটে কেক কেটে ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, সকাল ১১ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাংস্কৃতিক মঞ্চে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা। পরে সন্ধ্যায় থাকছে ৫ টা ৩০ মিনিটে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রধান কার্যালয় ভবন প্রাঙ্গনে আতশ বাজি ও ফানুস উড্ডয়ন এবং ৬ টা ৩০ মিনিটে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সাংস্কৃতিক মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা।

পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান