॥ মনু মার্মা ॥
কিশোরীদের মাসিককালীন সমস্যা সমাধান, করোনা ভাইরাস প্রতিরোধ এবং আত্ম কর্মসংস্থানের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৩ দিন ব্যাপি “কিশোরীদের পুনঃব্যবহারযোগ্য স্যানিটারী প্যাড, মাস্ক তৈরি ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। টেকসই সেবা প্রদান প্রকল্পের পাড়া কেন্দ্র ভিত্তিক কিশোরীদের নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয় গত ১লা ডিসেম্বরে।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিকালে উন্নয়ন বোর্ডের আইসিডিপি ভবনে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে ৩দিনব্যাপী শুরু হওয়া প্রশিক্ষণ সমাপ্তি হয়। প্রশিক্ষণে কারিগরি সহায়তা করেছে রুপসা সংস্থা, খুলনা।
বান্দরবান থেকে ১০জন, রাঙ্গামাটি-৫জন, এবং খাগড়াছড়ি থেকে ৫ জন মোট ২০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে ভাইস চেয়ারম্যান মো. নূরুল আলম নিজামী। সভাপতিত্ব করেন টেকসই সেবা প্রদান প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প ব্যবস্থাপক মো. মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই সেবা প্রদান প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. প্রকাশ কান্তি চাকমা, রুপসা সংস্থা, খুলনা’র নির্বাহী পরিচালক হিরণ মন্ডল, টেকসই সেবা প্রদান প্রকল্পের কর্মসূচী সমন্বয়ক (শিশু সুরক্ষা) শুভাশীষ তালুকদার। উপস্থাপনা করেন টেকসই সেবা প্রদান প্রকল্পের কর্মসূচী সমন্বয়ক (প্রশিক্ষণ ও ওয়াশ) রিপেশ চাকমা।
শেষে সকল প্রশিক্ষণার্থীদের ১টি করে সেলাই মেশিন ও নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।