উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ওয়েলফেয়ার ফ্যামিলির নববর্ষের শুভেচ্ছা বিনিময়

138

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলা নববর্ষের প্রথম দিনে রাঙামাটি জেলার প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশের কর্মকর্তারা সৌজন্য স্বাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার সকাল থেকে সংস্থাটির প্রতিনিধিরা রাঙামাটির জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, ব্রিগেড কমান্ডারের প্রতিনিধি জেটুআই, রাঙামাটি শাখা ডিজিএফআই এর অধিনায়ক কর্নেল জিএস, বিজিবি সেক্টর কমান্ডারের প্রতিনিধি, সেনা জোন কমান্ডার, আর্মি সিকিউরিটি ইউনিটের বর্তমান ও নবাগত অধিনায়ক এবং এনএসআই যুগ্মপরিচালকের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সাথে তাদের নিজ নিজ বাসভবন এবং কার্যালয়ে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় ওয়েলফেয়ার ফ্যামিলি ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আনোয়ার আল হক, ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ ও ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড এর চেয়ারম্যান নুর মোহাম্মদ সিদ্দিকী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, প্রধান কার্যালয়ের ম্যানেজার (এডমিন) মো: রিদওয়ানুল হক, ম্যানেজার (প্রজেক্ট অ্যান্ড প্রোগ্রাম) জয়া চাকমা, এডমিন অফিসার ও কো-অর্ডিনেটর মিটন চাকমা, রাঙামাটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সুদীপ্তা চাকমা ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মিতোর চাকমা উপস্থিত ছিলেন ।

সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ কর্মসূচি সামনে নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ ও ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস এর যৌথ উদ্যোগে বাংলাদেশ গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে “মাই ওয়েলফেয়ার এ্যাপ” ব্যবহার করে সাসটেইনেবল ডেললপমেন্ট পলিসি (এসডিপি) ২০২২ থেকে ২০৩৭, সোস্যাল এন্ড ইকোনোমিক ডেভলপমেন্ট পলিসি (এসইডিপি) ২০২২ থেকে ২০৪৭ এবং প্রোভার্টি এলিভিয়েশন পলিসি (মূলধন) ২০২৩ থেকে ২০৪৮ প্রকল্প ও কর্মসূচীর আওতায় প্রাথমিক পর্যায়ে তিন পার্বত্য জেলার আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠান টি। শীঘ্রই প্রতিষ্ঠানটির কার্যক্রম চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলায় বিস্তৃত করার প্রাথমিক উদ্যোগ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।