|| স্টাফ রিপোর্টার ||
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও স্বাধীনতা পরবর্তী অবিভক্ত তিন পার্বত্য জেলায় প্রথম প্রশাসক ও বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রীপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমাম, সিএসপি’র আত্মার মাগফেরাত কামনায় সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান ও তার পরিবারের উদ্যোগে রাঙামাটি সদরের সকল মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) জুম্মার নামাজের পর সদরের সকল মসজিদে এই মিলাদ ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। উল্লেখ্য- মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এইচটি ইমামের সহায়তায় মহসীন পরিবার মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বিভিন্ন ভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা করার মাধ্যমে পার্বত্যাঞ্চলকে হানাদারমুক্ত করতে বিশেষ অবদান রেখেছিলো মহসীন পরিবার।