এই সরকারে পাহাড়ে শিক্ষার প্রসারে অকল্পনীয় উন্নয়ন করেছে: দীপংকর

144

॥ স্টাফ রিপোর্টার ॥

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, গত ১৫ বছরে বর্তমান সরকার পার্বত্য তেন জেলায় শিক্ষার প্রসারে যে উন্নয়ন করেছে, তা আগে কেউ কল্পনাও করতে পারেনি। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে অবকাঠামো, নতুন শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন, শিক্ষার্থীদের সুবিধা বৃদ্ধি এবং কারিগরি উন্নয়নসহ পাহাড়ের শিক্ষা ব্যবস্থা আজ যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। ১৫ বছর আগে কেউ ভাবতে পারেনি এত অল্প সময়ের ব্যবধানে পিছিয়ে পড়া পাহাড়ে শিক্ষাকে এই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। এমপি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও যোগ্য নেতৃত্বের কারণে এবং পাহাড়ের পাহাড়ের মানুষ ভোট বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার প্রতি বিপুল আস্থা প্রদর্শনের কারণেই আজ এই উন্নয়ন আমাদের আনন্দিত করছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখতে তিনি নৌকার প্রতি জনগণের আস্থা অটুট রাখার বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ত্রিপুরা জনগোষ্ঠীর কল্যাণে রাঙামাটিতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন ভবন ও ছাত্রাবাসের ভিত্তি প্রস্থর স্থাপনকালে এমটি এই মন্তব্য করেন। রোববার সকাল সাড়ে ১০ টায় শহরের গর্জনতলীতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন ভবন ও ছাত্রাবাসের ভিত্তি প্রস্থর স্থাপন করেন তিনি।

জেলা ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল কান্তি ত্রিপুরার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ সদস্য ওয়াশিংটন চাকমা, আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: জামাল উদ্দিন, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক নতুন কুমার ত্রিপুরাসহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাহাড়ের মানুষকে ভালবাসেন বলেই সমতলের মতো পার্বত্য চট্টগ্রামেও সমভাবে প্রতিটি সেক্টরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন ভবন ও ছাত্রাবাস নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।